কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি মৌলভীবাজারের কমলগঞ্জে দুই ইউপি সদস্যের কর্মী সমর্থকদের মাঝে সংঘষের্র ঘটনায় দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের ঠাকুরবাজারে নব নির্বাচিত ইউপি সদস্য রাকিবুল ইসলাম সালাউদ্দিন এবং পরাজিত ইউপি সদস্য মোঃ দুলাল মিয়ার কর্মী-সমর্থকদের মাঝে নির্বাচনকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ ঘটে। এতে আহত হয়েছেন নির্বাচিত ইউপি সদস্য সালাউদ্দিন ও তাঁর ছোট ভাই সালমান ইসলাম। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারী ৫ম ধাপে ভোটগ্রহণের দিন থেকে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিজয়ী ইউপি সদস্য সালাউদ্দিন ও পরাজিত ইউপি সদস্য মোঃ দুলাল মিয়ার কর্মী-সমর্থকদেও মধ্যে মাঝে কয়েকবার সংর্ঘষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার অল্প কথা-কাটাকাটির জের ধরে তাদের মধ্যে এ সংর্ঘষের্র ঘটনা ঘটে। বিজয়ী ইউপি সদস্য রাকিবুল ইসলাম সালাউদ্দিন জানান, আমি নির্বাচনে বিজয়ী হয়েছি এ জন্য পরাজিত প্রার্থী দুলাল মিয়া তার সমর্থকনিয়ে আমি ও আমার ভাইয়ের উপর আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে আমাদেরকে আহত করেছে। আমার ভাই গুরুতর আহত হওয়ার কারণে মৌলভীবাজার হাসপাতালে চিকিৎসাধীন আছে। তবে পরাজিত ইউপি সদস্য দুলাল মিয়া বলেন, সন্ধ্যার পর স্থানীয় বাজারে সালাউদ্দিন আমার উপর হামলা করে। এ বিষয়ে কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফজলে এলাহী বলেন, হামলার ঘটনায় সালাউদ্দিন লিখিত অভিযোগ করেছেন থানায়। তদন্তক্রমে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply