স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ও কসবা উপজেলার ১৪ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান (মোটরসাইকেল প্রতীক) ৫৫০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাইফুল আলম পেয়েছেন ৫০৪১ ভোট।
সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৮ টা থেকে বিকেলে ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচিত আক্তারুজ্জামান সন্ত্রাসীদের গুলিতে নিহত এরশাদুলের হক এর ছোট ভাই। এরশাদুল হক এ ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করার কথা ছিলো।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান নির্বাচনের ফলাফল নিশ্চিত করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply