স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক তিতাস পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং নিউজবাংলা টুয়েন্টিফোর পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মাজহারুম করিম অভির বাবা রেজাউল করিম (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ —রাজিউন)।
বুধবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন বন্ধু বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার পরিজন, বন্ধুবান্ধব ও গণমাধ্যম কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মরহুম রেজাউল করিম ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে সমাজসেবা মূলক কাজ করেছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সমসাময়িক বিষয়ে লেখালেখি করতেন।
আগামীকাল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাজীপাড়া জেলা ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply