সংবাদ শিরোনাম
সরাইল দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা প্রদর্শনী অনুষ্ঠিত

সরাইল দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা প্রদর্শনী অনুষ্ঠিত

সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বুধবার ‘প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’ (এলডিডিপি) এর সহযোগিতায় প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক উপজেলা পর্যায়ে ‘প্রাণিসম্পদ প্রদর্শনী আয়োজন করা হয়েছে।
প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য-৩১২ উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী আজাদ)। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আবু হানিফ। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, সরাইল প্রেসক্লাবের সভাপতি আইয়ূব খান, নোয়াগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুনসুর আহমেদ,শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসমা বেগম।
অনুষ্ঠান শেষে অতিথিরা প্রদর্শনীর ৩০টি স্টলে বিভিন্ন জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী ও বিভিন্ন ধরনের পাখির প্রদর্শনীগুলো ঘুরে দেখেন। প্রদর্শনীর ৩০টি স্টলের সকলকে পুরস্কার প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জাহাঙ্গীর আলমকে অসমাপ্ত আত্নজীবনী বইটি উপহার প্রদান করেন।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম বলেন, ‘দেশ স্বাধীনের পর থেকে এই দেশে বিভিন্ন জাতের পশু পালন বিষয়ে আমরা ব্যাপক সাফল্য লাভ করেছি। হাঁস-মুরগীর ডিম উৎপাদনে আমরা লক্ষ্যমাত্রা অর্জন করেছি। দুধ উৎপাদনেও প্রায় লক্ষ্যমাত্রা অর্জনের পথে। তাই প্রাণিসম্পদ প্রদর্শনীর মাধ্যমে এই অঞ্চলের মানুষ যাতে উন্নত প্রজাতির পশু ও পাখি লালন-পালনে উদ্বুদ্ধ হয় এবং এর সুফল জনগণের মাঝে পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য।’
প্রধান অতিথি উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী আজাদ)বলেন, ‘এই এলাকার মানুষ যাতে উন্নত জাতের গরু-ছাগল হাঁস মুরগী লালন-পালন করতে পারে এই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। প্রাণিসম্পদের এই প্রদর্শনী পশুপালনে জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করছি।’
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com