মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আলী শাহ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মারিয়া (০৭) ও মোস্তাফিজুর রহমান নামে দুইজন আহত হয়েছে।
বুধবার (১৬ মার্চ) বেলা আড়াইটায় নাসিরনগর উপজেলার সরাইল নাসিরনগর মহাসড়কের ধনকুড়া নামক স্থানে এ ঘটনাটি ঘটেছে। ঘটনার খবর নাসিরনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
একটি সূত্র জানায়, হতাহতরা সবাই একই পরিবারের সদস্য। তাদের বাড়ি উপজেলার সদর ইউনিয়নের দাঁতমন্ডল গ্রামে।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহজালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply