কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আশেকুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো.রফিকুর রহমান।
উপজেলা স্কাউট সম্পাদক মো.মোশাহিদ আলির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সোমাইয়া আক্তার,কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.ইয়ারদৌস হাসান,উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ,বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন,আব্দুল মুনিম তরফদার,ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল প্রমুখ।
এর আগে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে কমলগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কাউন্সিল,কমলগঞ্জ থানা ও কমলগঞ্জ প্রেসক্লাবেসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন কর হয়।এছাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সম্মুখে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে
পুষ্পস্তবক অর্পন করা হয়।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আসলম ইকবাল মিলন,সাধারণ সম্পাদক এড.এএসএম আজাদুর রহমান,সাংগঠনিক সম্পাদক এড.মো.সানোয়ার হোসেন প্রমূখ।এদিকে দুপুর ১২টায় সপ্তাহব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন করা হয়।পরে বিকাল ৩টায় মণিপুরী ললিতকলা একাডেমির শিল্পীবৃন্দের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply