মাত্র ৭ বছর বয়সে হারিয়ে যাওয়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়ন পূর্ব কুট্টাপাড়া গ্রামের সামিউর রহমান এর মেয়ে নাজমা বেগম। ২০ বছর পর মা ও বাবাকে ফিরে পেয়েছেন।
মঙ্গলবার (২২ মার্চ) রাতে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া গ্রামে নাজমা ফিরে আসেন। সম্প্রতি ‘আপন ঠিকানা’ শিরোনামে আরজে কিবরিয়ার ইউটিউবের এক অনুষ্ঠানে নাজমা তার ছোট বেলার আংশিক স্মৃতি আর অভিভাবকদের নামসহ অনুষ্ঠানে প্রচার করেন। পরে এটি ফেসবুকে শেয়ার হলে সেই সূত্রে মেয়ের সন্ধান পান পিতা সামিউর রহমান।
নাজমা ও তার অভিভাবকরা জানায়, বিশ বছর আগে বাবা-মাসহ স্বপরিবারে গ্রাম ছেড়ে কাজের সন্ধ্যানে ঢাকায় যান তারা। সেখানে একটি বাসায় কিছুদিন কাজ করেন নাজমা। সে বাসায় স্বামী স্ত্রীর ঝগড়া দেখে ভয়ে বাসা থেকে পালিয়ে অন্যত্র চলে যায় শিশু নাজমা। সেখানে থেকে হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও মা-বাবার কোন সন্ধ্যান পাইননি। ভুলে যান নিজের গ্রাম ও উপজেলার নাম। এভাবে ঢাকার একটি পরিবারের সাথে কেটে যায় শিশু নাজমার ২০টি বছর। অবশেষে ‘আপন ঠিকানা’র মাধ্যমে পিতা মাতার সন্ধ্যান পান। সে জন্য তিনি আরজে কিবরিয়া ও তাঁর “আপন ঠিকানা” এর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply