বাঞ্ছারামপুর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাল্যবিয়ের আসর থেকে রুবেল মিয়া নামে এক বরকে আটক করেন বাঞ্ছারামপুর থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার (০২ মে) বিকেলে উপজেলার আকানগর গ্রামে।
পরে আটককৃত বরকে সন্ধ্যায় বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরীফুল ইসলাম এর আদালতে হাজির করেন পুলিশ। এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক বরকে ২০ হাজার টাকা জরিমানা করে রায় দেয়। অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
আটক রুবেল মিয়া উপজেলার আকানগর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
পরে স্থানীয় ইউপি নারী সদস্য আসমা বেগম বরকে দন্ডের ২০ হাজার টাকা প্রদান করে ছাড়িয়ে নেন।
Leave a Reply