নাগরিকদের জীবনমান উন্নয়নে ও অসংক্রামক রোগ নিয়ন্ত্রনে ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়র বরাবর ১৮ দফা প্রস্তাবনা সম্বলিত স্মারকলিপি প্রদান করেছে “নাগরিক অধিকার” নামে একটি সংগঠন। বুধবার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার অস্থায়ী কার্যালয়ে সংগঠনের নেতারা মেয়রের হাতে এই স্মারকলিপি তুলে দেন।”নাগরিক অধিকার” সংগঠন সূত্রে জানা যায়, অসংক্রামক রোগ নিয়ন্ত্রনে শরীরচর্চার পরিবেশ ও তাজা শাক-সবজি নিশ্চিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের উদ্যোগ গ্রহন প্রসঙ্গে সিএলপিএ এবং সিটিজেন নেটওয়ার্ক এর সহায়তায় “নাগরিক অধিকার “এর প্রধান কার্যালয়ে মঙ্গলবার সন্ধ্যায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।নাগরিক অধিকারের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল জব্বার মামুনের সভাপতিত্বে সভায় নানান শ্রেনী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মজলিশপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আরিফুর রহমান, বিডি ক্লীনের প্রতিনিধি আবুল খায়ের, নাগরিক অধিকারের ট্রাস্টি রবিউল আলম মানিক, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক খন্দকার নুরে আলম, ইতালী প্রবাসী মাসুম ওসমানী, আইটি ব্যাবসায়ী ইফতেখার হোসেন, বিশিষ্ট সংগঠক অ্যাডভোকেট সাদ্দাম হোসেন খান মিশুক, ব্যাংকার ও বিশিষ্ট সমাজকর্মী শাহরিয়ার মোহাম্মদ সোহাগ, ইব্রাহিম, মেহেদী রানাসহ আরো অনেকে।নাগরিকদের জীবনমান উন্নয়নে ও অসংক্রামক রোগ নিয়ন্ত্রনের নানান দিক নিয়ে আলোচনা সভা শেষে সর্বসন্মতিক্রমে ১৮ দফা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়রের কাছে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এই সিদ্ধান্ত অনুযায়ী পৌর মেয়র বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply