সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশের উদ্যোগে রবিবার সকালে সরাইল থানা কপ্লেক্সের হল রোমে মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ ও সার্ভিস ডেস্ক উদ্বোধন করেন। ভিডিও কনফারেন্সে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল, গণপূর্ত বিভাগের সিনিয়র সচিব, আইজিপিসহ পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ, উপকারভোগীগণ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন শেষে উপজেলার বিটঘরের সৈয়দ আলীর মেয়ে মৃত বিল্লাল মিয়ার স্ত্রী গৃহহীন কুলসুম বেগমকে গৃহ হস্তান্তর করে বাড়ির চাবি হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন সরাইল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ, সরাইল থানা তদন্ত কর্মকর্তা মোঃ শিহাবুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমানসহ উপজেলার সাংবাদিক বৃন্দ ও উপজেলার ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply