স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ের বিল্ডিংয়ের ছাদে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, বিজয়নগর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এডঃ তানবীর ভূঞা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাবেয়া আসফার সায়মা, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাছান, উপজেলা প্রকৌশলী মোঃ আনিসুর রহমান ভূঞা, সহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহানূর জাহান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম মাষ্টার, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী, সাবেক উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রশিদ খাঁন, সাবেক ছাত্রলীগ সভাপতি ইলিয়াস সরকার, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম দেওয়ান, ইসলামপুর আলহাজ্ব কাজী শফিকুল ইসলাম কলেজের প্রভাষক আল আমিন, বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ সারোয়ার হাজারী পলাশ, সাবেক ছাত্রনেতা আশিকুর রহমান, সহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ এবং প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।
ইফতার মাহফিল সারাবিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওনানা আবু ইউসুফ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply