কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে সুবিধা বঞ্চিত শিশু-কিশোরদের খোঁজে এনে তাদের হাতে ঈদ শুভেচ্ছা উপহার হিসাবে নতুন জামা তুলে দিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত বুধবার (২৭ এপ্রিল) রাতে তিনি উপজেলা সদরের ছিন্নমূল, সুবিধা বঞ্চিত শিশু-কিশোরদের এ নতুন জামা কাপড় তুলে দেন। আলাপকালে ওসি ইয়ারদৌস হাসান বলেন, ‘এই ছিন্নমূল শিশুরা ঈদ এলে মানুষের নতুন পোশাক দেখে আফসোস করে। এদের দেখার তো কেউ নাই। তাই প্রতিবছরই চেষ্টা করি ঈদ এলে কিছু অসহায় ছিন্নমূল শিশুদের মুখে হাসি ফুটাতে। সমাজের সকল বিত্তবান মানুষের এসব শিশুদের পাশে দাঁড়ানো উচিৎ।’
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply