সরাইল উপজেলা প্রতিনিধি
সরাইল কুট্রাপাড়া( মাষ্টার বাড়ীর) মরহুম আবদু রউফ মাষ্টারের ছোট ছেলে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তুফাজ্জল হোসেন টি আলী ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ—- রাজিউন)।
বুধবার (০৪ মে) দুপুর সোয়া ১টায় উপজেলা সদরের কুট্টাপাড়া নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ আছর কুট্টাপাড়া খেলার মাঠে (প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম) মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমের জানাযার নামাজ শেষে কুট্টাপাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।তার মৃত্যুতে সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির, সরাইল উপজেলা আওয়ামী লীগর আহবায়ক এডভোকেট মুহাম্মদ নাজমুল হোসেন, যুগ্ন আহবায়ক এড. আব্দুর রাশেদ, সরাইল উপজেলা প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক আবেদুর আর শাহীন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সুমন মিয়া শোক প্রকাশ করে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply