কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে শিশু অধিকার বাস্তবায়ন সম্পর্কিত শিশুদের নিয়ে জবাবদিহিতা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মে) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হল রুমে রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-আর.ডব্লিউ.ডি.ও’ এর আয়োজনে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন। আর.ডব্লিউ.ডি.ও’ এর প্রকল্প কর্মকর্তা বাবুল কুমার সিংহের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শিশু অধিকার, প্রজনন স্বাস্থ্য, বাল্যবিবাহ প্রতিরোধ ও স্থানীয় শিশুদের সমস্যা নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। আলোচনায় অংশ নেন কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন, কমলগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হুসনে আরা তালুকদার, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, লেখক ও গবেষক আহমদ সিরাজ, মেডিকেল অফিসার ডাঃ অভিজিৎ সিংহ, কমলগঞ্জ পরিবার পরিকল্পনা সহকারী মিলন কৈরি, গৌরাঙ্গ শব্দকর, শিক্ষক সুরজিত কুমার সিংহ, প্রজেক্ট অফিসার জাহিদুল ইসলাম রশিদ, স্কুল শিক্ষার্থী সুমী রানী কর প্রমুখ।অনুষ্ঠানে শিশুদের জবাবদিহিতা মূলক প্রশ্নের জবাবে উপজেলার বিভিন্ন কর্মকর্তা গন বক্তব্য প্রধান কারেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply