ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট শিক্ষাবিদ আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও জেলা নাগরিক ফোরামের উপদেষ্টা সোপানুল ইসলাম সোপানের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুন) সন্ধ্যায় পাইকপাড়া মালেক খায়ের প্লাজায় জেলা নাগরিক ফোরামের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক পীযূষ কান্তি আচার্য এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা নাগরিক ফোরামের
সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর অমৃত লাল সাহা, জেলা জাসদ সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড. আক্তার হোসেন সাঈদ, বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এড. লোকমান হোসেন, নাটাই দক্ষিণ ইউনিয়ন নব নির্বাচিত চেয়ারম্যান মো: শাহ আলাম, জেলা নাগরিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শাহিন, মোখলেছুর রহমান চৌধুরী, অবসরপ্রাপ্ত সহকারি পুলিস সুপার সুভাস চন্দ্র সাহা, ইলিয়াছুর রহমান মিঠু, জেলা প্রগতিশীল জোটের আহবায়ক, কমরেড নজরুল ইসলাম, ফয়সাল আহমেদ ওয়াকার, জেলা নাগরিক ফোরামের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান পারভেজ, এমরান হোসেন মাসুদ, জেলা যুব মৈত্রীর আহবায়ক ফরহাদুল ইসলাম পারভেজ, এড. উতম কুমার দাস, বৈশাখী শিল্পী গোষ্ঠীর সভাপতি মোহাম্মদ হোসেন, আকাশ আহমেদ চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা দিপক কুমার দে, প্রভাষক পঙ্কজ কুমার দে, জুয়েলুর রহমান।
সভা পরিচালনা করেন জেলা নাগরিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম শ্রাবণ। দোয়া পরিচালনা করেন কমরেড নজরুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।
Leave a Reply