বিজয়নগর উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলার ‘উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি’র জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১জুন) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনূর জাহান এর সঞ্চালনায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ‘উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি’র এ জরুরী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি’র জরুরী উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মাছুম, কৃষি অফিসার সাব্বির আহামেদ, উপজেলা প্রকৌশলী মোঃ আনিছুর রহমানসহ বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি এস এম কামরুল হাসান শান্তসহ কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় অতিবৃষ্টির কারণে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় সার্বিক প্রস্তুতি বিষয়ক আলোচনা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply