ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পৌর পরিষদের মাসিক সভা গত সোমবার বেলা সাড়ে ১২টায় পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কুদ্দূস, সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বেগম, শাহানা বেগম, মিনারা বেগম, নিলুফা ইয়াছমিন, কাউন্সিলর মোঃ জামাল হোসেন, শেখ মোঃ মাহফুজ মিয়া, আক্তার হোসেন চৌধুরী, মিজানুর রহমান, মোঃ আবদুল মালেক, ওমর ফারুক জীবন, ফারুক আহমেদ, মীর মোঃ শাহীন মিয়া, মোঃ ফারুক মিয়া, মোঃ কাওসার মিয়া, মোঃ সাকিল, মোঃ আনোয়ারুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ সামছুদ্দিন, নির্বাহী প্রকৌশলী কাউছার আহমেদ, হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ গোলাম কাউসার প্রমুখ। সভায় পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও বাজেট সহ বিভিন্ন বিষয়ে বিষদ আলোচনা হয়। সভায় সভাপতির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবির বলেন, পৌরসভার সকল এলাকা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে সকল আন্তরিক হয়ে কাজ করতে হবে। এ সময় পৌরবাসীর সর্বস্তরের শ্রেণির পেশাজীবীদের সহযোগিতা কামনা করেন তিনি। এছাড়াও তিনি বর্তমানে পৌরসভায় যে উন্নয়ন কাজ চলছে তা বাস্তবায়নে কাউন্সিলরবৃন্দসহ সকল পৌরবাসির সহযোগিতা কামনা করেন। (প্রেস বিজ্ঞপ্তি)
Leave a Reply