হার্ট ফেইলর জনিত মারাত্মকভাবে অসুস্থ যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার বিগত প্রায় আড়াই মাস যাবত ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ইব্রাহিম কার্ডিয়াক, ল্যাব এইড হাসপাতাল ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের দীর্ঘ চিকিৎসা শেষে প্রায় সুস্থ হয়ে গতকাল ব্রাহ্মণবাড়িয়া ফিরে এসেছেন।
সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে আল-মামুন সরকার তাঁর অসুস্থতাকালীন ব্রাহ্মণাবড়িয়ার নাগরিক সমাজ, প্রশাসন, রাজনীতিবিদ, পেশাজীবি নেতৃবৃন্দ এবং জেলা জামে মসজিদসহ বিভিন্ন মসজিদ ও মাদ্রাসা, বিশেষ করে আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত সকল শ্রেণি ও পেশার নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতা কর্মীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জীবনের এই ক্রান্তিকালে যাঁরা আমার পাশে দাড়িয়েছেন এবং শ্রষ্ঠার কাছে আমার জন্য প্রার্থনা করেছেন” আমি তাদের কাছে চির কৃতজ্ঞ থাকবো। (প্রেস বিজ্ঞপ্তি)
Leave a Reply