পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সর্বস্তরের জনগণসহ দেশ ও দেশের বাইরের সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া।
এক ঈদ শুভেচ্ছা বার্তায় সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ঈদ বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি। সবার মনের ভিতরে সুপ্ত থাকা মানবতাবোধ জাগ্রত হোক। মানুষে মানুষে বিভেদ ধ্বংস হোক। ধর্মান্ধতা দূর হোক। মানুষের মাঝে প্রকৃত ধর্মের জয় হোক। মানবতার জয় হোক। সবার মঙ্গল হোক। প্রেস বিজ্ঞপ্তি।
Leave a Reply