সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুর থেকে মোঃ আল আমিন-(৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।
রবিবার (২৮ আগস্ট) সকাল ১১ টায় উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ দৌলতপাড়া এলাকার আব্দুল মালেক মিয়ার বাড়ির পুকুরের পানি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ দৌলতপাড়া বাসিন্দা ও দুই সন্তানের জনক আল আমিন গত শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে যায়নি। রবিবার সকালে স্থানীয় শিশুরা স্থানীয় মালেক মিয়ার পুকুরের পানিতে মরদেহটি ভাসতে দেখে পুকুরের মালিককে জানান। পরে আশাপাশের লোকজনের মাধ্যমে বিষয়টি জানতে পেরে আল আমিনের স্ত্রী ইয়াসমিন বেগম এসে মরদেহটি তার স্বামীর বলে সনাক্ত করেন। পরে সরাইল থানা পুলিশকে বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করেন। তবে কি কারনে বা কিভাবে সে মারা গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহতের ভাই রহুল আমিন বলেন, গত শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। তার স্ত্রীসহ একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। সে মাদকাসক্ত ছিলো। এলাকায় তার সাথে কারো কোন শত্রুতা ছিল না।
কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান ছায়েদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়েছি। ছেলেটা নিয়মিত মাদক সেবন করতেন। পরে সরাইল থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সরাইল থানায় নিয়ে যায়।
সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করেছি। এখন মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলাসদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply