সংবাদ শিরোনাম
কমলগঞ্জে ভাষা সৈনিক, রাজনীতিবিদ ও চা শ্রমিক নেতা মফিজ আলীর মৃত্যুবার্ষিকী পালিত

কমলগঞ্জে ভাষা সৈনিক, রাজনীতিবিদ ও চা শ্রমিক নেতা মফিজ আলীর মৃত্যুবার্ষিকী পালিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
ভাষা সৈনিক, প্রখ্যাত রাজনীতিবিদ, চা শ্রমিক নেতা, কমরেড মফিজ আলীর ১৪ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে ১০ অক্টোবর সোমবার সকাল সাড়ে ১০টায় ধূপাটিলাস্থ প্রয়াতের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০ টায় মফিজ আলীর সমাধিতে বিভিন্ন সংগঠনের পুষ্পার্পন শেষে শপথবাক্য পাঠ করেন নেতৃবৃন্দরা। পরে স্থানীয় মাঠে ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি নূরুল মোহাইমীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি কবি শহীদ সাগ্নিক। আলোচক হিসাব উপস্থিত ছিলেন ধ্রæবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির যুগ্ম সম্পাদক রমজান আলী পটু, হোটেল শ্রমিক ইউনিয়নের জেলা সম্পাদক শাহীন মিয়া, রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি সোহেল মিয়া, মফিজ আলীর অনুজ রেজাউল করিম, চা শ্রমিক নেতা সীতারাম বীন, স্যামুয়েল বেগম্যান, শাহজাহান মিয়া প্রমুখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

One response to “কমলগঞ্জে ভাষা সৈনিক, রাজনীতিবিদ ও চা শ্রমিক নেতা মফিজ আলীর মৃত্যুবার্ষিকী পালিত”

  1. אני מאוד ממליץ על אתר הזה כנסו עכשיו ותהנו ממגוון רחב של בחורות ברמה מאוד גבוהה. רק באתר ישראל נייט לאדי https://romantik69.co.il/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com