সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুত্র মনির হোসেনের ছুরিকাঘাতে পিতা মঙ্গল মিয়া-(৫০) খুন হয়েছেন। রোববার (২৩ অক্টোবর) সকাল ৬টা ৪৫ মিনিটে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের পশ্চিম পাড়ায় এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার দেওড়া গ্রামের মঙ্গল মিয়া (৫৫) দীর্ঘ ২৫ বছর ধরে সৌদিআরব থেকে গত দুই মাস আগে দেশে ফিরেছেন। মঙ্গল মিয়ার ২ পুত্র ও ৩ কন্যা সন্তানের মধ্যে মনির হোসেন সবার বড়। মনির ছিলেন অনেকটা ভবঘুরে প্রকৃতির। মনির বিভিন্ন দোকানে ও মানুষের কাছে দেনা করতেন। কাজ না করে বাবার কাছ থেকে নিয়মিত টাকা চেয়ে নিতেন।
গতকাল শনিবার মনির ঢাকায় যান আবার রাতে ফিরে আসেন। রোববার ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়িতে ফেরেন মঙ্গল মিয়া। কিছুক্ষণ পর বাবার কাছে টাকা চান মনির। বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে মনির উচ্চস্বরে চেঁচামেচি শুরু করে এক পর্যায়ে বাবার বুকে ছুরিকাঘাত করেন। এ সময় মঙ্গল মিয়া মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। ঘটনার পর পর ঘাতক মনির হোসেন তার স্ত্রীকে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসলাম হোসেন বলেন, মনির বিভিন্ন দোকানে ও মানুষের কাছে দেনা করতেন। কাজ না করে বাবার কাছ থেকে নিয়মিত টাকা চেয়ে নিতেন এক পর্যায়ে তার বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে বুকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান মঙ্গল মিয়া। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘাতক পুত্র মনির হোসেন ও তার স্ত্রী পলাতক রয়েছে। ঘাতককে ধরতে পুলিশি অভিযান চলছে। আশা করি দ্রুত ঘাতককে গ্রেফতার করা হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply