স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
স্বাধীনতার ৫০ বছর পর ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুর থেকে পাকিস্তানি পতাকার ফ্লাগ স্ট্যান্ড অপসারণ করা হয়েছে।
গতকাল সোমবার (০৬ নভেম্বর) সুহিলপুর খেলার মাঠ থেকে চাঁদ তারা খচিত পাকিস্তানি পতাকার এ ফ্লাগ স্ট্যান্ডটি অপসারণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৫৯ সালের ১৪ই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপনের জন্য তৎকালীন মহকুমা মুসলিম লীগ নেতা ও ইউনিয়ন বোর্ড প্রেসিডেন্ট ও সুহিলপুরের বাসিন্দা যুদ্ধাপরাধী প্রয়াত জিল্লুর রহমান পতাকার এ ফ্লাগটি স্থাপন করেছিলেন। স্বাধীনতার পর দীর্ঘদিন মাঠের পাশে আগাছার আড়ালে ফ্লাগ স্ট্যান্ডটি পড়ে থাকায় বিষয়টি কারো নজরে আসেনি। স্থানীয় ইউনিয়ন পরিষদ কর্তৃক মাঠ সংস্কারের কাজে আগাছা পরিষ্কার করার সময় পাকিস্তানি পতাকার এই ফ্লাগ স্ট্যান্ডটি সকলের দৃষ্টিগোচর হয় এবং স্থানীয় যুবসমাজ এটি ভেঙ্গে ফেলেন।
সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুর রশিদ ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দীর্ঘদিন আগাছার আড়ালে থাকা চাঁদ তারা খচিত পাকিস্তানি পতাকার নজরে না আসায় এতদিন ইহা অপসারণ করা হয়নি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply