স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঐতিহাসিক মুকুন্দপুর হানাদার মুক্ত দিবস – ২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
রবিবার (২০ নভেম্বর) দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন সার্বিক তত্ত্বাবধানে মুকুন্দপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
জেলা প্রশাসক মোঃ শাহগীর আলমের সভাপত্বিতে সভায় আরো উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলার কৃতি সন্তান, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারম্যান এ টি আহমেদুল হক চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহম্মেদ সহ বিজয়নগর উপজেলার সর্বস্তরের জনসাধারণ।
এছাড়াও বিজয়নগর উপজেলার সকল ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং মুক্তিযোদ্ধা কমান্ডারগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে মোকতাদির চৌধুরী এমপির পক্ষ থেকে আর্থিক সাহায্য প্রদান করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply