সংবাদ শিরোনাম
নাসিরনগরে ট্রাক্টর উল্টে চালকসহ দু’জন নিহত

নাসিরনগরে ট্রাক্টর উল্টে চালকসহ দু’জন নিহত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ট্রাক্টর উল্টে এমদাদুল মিয়া (২০) ও আমিন মিয়া (১৬) নামে ১ ড্রাইভার ও তার সহযোগী নিহত হয়েছে। শুক্রবার (২৫ শে নভেম্বর) দুপুরে উপজেলার ফান্দাউক আতাকুরা সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। নিহত ট্রাক্টরচালক এমদাদুল মিয়া ও তার হেল্পার আমিন মিয়া একই উপজেলার ধরমণ্ডল গ্রামের বাসিন্দা।
এ ব্যাপারে নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাবিবুল্লাহ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে জানান, কাজ শেষে দুপুরে বাড়ি ফেরার পথে রাস্তায় ট্রাক্টরটি উল্টে যায়। এসময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক এমদাদুল মিয়া ও তার সহযোগী আমিন মারা যায়। পরে পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল থেকে মরদহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com