মোহাম্মদ শফিকুর রহমান সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রবিবার সকালে সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে জেলা প্রশাসক উদ্যোগে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু রোধে প্রাতিষ্ঠানিক প্রসবসেবা বৃদ্ধিকরণে “জিরো হোম ডেলিভারি” উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য বিভাগ এবং উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহযোগিতায় নিশ্চিতকল্পে নির্বাচিত জনপ্রতিনিধি সাংবাদিকদের অংশগ্রহণে উপজেলা পরিবার পরিকল্পনা সেবা স্বাভাবিক জরুরি প্রসব সেবা প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা নবজাতক শিশু সেবা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর। উপজেলার চুন্টা ইউনিয়নে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিদর্শক শেখ একলাছুউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ব্রাহ্মণবাড়িয়া উপ পরিচালক আব্দুর রাজ্জাক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ নোমান মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ মিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সুমন মিয়া, সরাইল মহিলা কলেজ অধ্যক্ষ বদর উদ্দিন, নোয়াগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুনসুর আহমেদ প্রমুখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply