স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে নিহত সাংবাদিক আশিকুল ইসলাম (২৭) এর নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে
মঙ্গলবার (১০ জানুয়ারি) বাদ জোহর জেলা শহরের টেংকেরপাড় মাঠে প্রথম জানাজা ও বাদ আছর তার গ্রামের বাড়ি জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুরে দ্বিতীয় নামাজে জানাজা শেষে মনিপুর সামাজিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে।
দুটি নামাজে জানাজায় উপস্থিত বিশিষ্টজনরা সাংবাদিক আশিকের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি দাবি করে এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। মরহুমের নামাজে জানাজায় সাংবাদিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নিহত আশিকুল ইসলাম আশিক এক পুত্র সন্তানের জনক ছিলেন। তিনি জাতীয় দৈনিক “পর্যবেক্ষণ পত্রিকার জেলা প্রতিনিধি ও স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম “ব্রাহ্মণবাড়িয়া সংবাদ’- এর নিজস্ব প্রতিবেদক ছিলেন। এছাড়াও সাংবাদিক আশিক ব্রাহ্মণবাড়িয়ার বেওয়ারিশ লাশ দাফন কাফন এর সংগঠন “ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর” এর একজন সক্রিয় কর্মী ছিলেন।
উল্লেখ্য, গতকাল ০৯ জানুয়ারি বিকেলে জেলা শহরের ফারুকী পার্কে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর এর মাসিক সভা শেষে শহরে আসার পথে রায়হান নামে এক সন্ত্রাসী আশিকের বুকে ছুরিকাঘাত করেন। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্য বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার ৪০ মিনিটের মধ্যেই ঘাতক সন্ত্রাসী রায়হান সহ দুজনকে গ্রেফতার করেন পুলিশ। এ ঘটনায় নিহত সাংবাদিক আশিকের পিতা আশরাফ উদ্দিন বাদী হয়ে গতকাল রাতেই ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply