স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচন থেকে আওয়ামী লীগের তিন নেতার পর এবার সরে দাঁড়ালেন দু’বারের সাবেক এমপি ও জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। তিনি জাতীয় পার্টি থেকে এ আসনে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হয়েছিলেন। জিয়াউল হক মৃধা জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ছিলেন। সম্প্রতি তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) সংবাদমাধ্যম কর্মীদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এডভোকেট জিয়াউল হক মৃধা এটি নিশ্চিত করেন।
এদিকে,গত ১৬ জানুয়ারি ২০২৩ ইং তারিখে নির্বাচন কমিশন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জিয়াউল হক মৃধাকে সিংহ প্রতীক বরাদ্দ দেওয়া হলেও গতকাল ১৭ জানুয়ারি তার আবেদনের পরিপ্রেক্ষিতে সেই প্রতীক বদলে আপেল প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জিয়াউল হক মৃধা লিখেন, আমি দীর্ঘদিন যাবত পল্লীবন্ধু হুসেইন মুহামদ
এরশাদের দল জাতীয় পার্টি ব্রাহ্মণবাড়িয়া জেলার আহ্বায়ক ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পদে থেকে দুইবারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। বহুমুখী উন্নয়নের ধারায় নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করেছি। তবে আসন্ন উপনির্বাচন পরবর্তী সংসদীয় মেয়াদকালে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য খুব সংক্ষিপ্ত সময়। এ সময়ের মধ্যে উন্নয়নের মিথ্যা আশ্বাস দিয়ে ভোটারদের সঙ্গে প্রতারণা করতে পারি না। তাই ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচন থেকে আমি স্বেচ্ছায় সরে দাঁড়ালাম।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সাংসদ এডভোকেট জিয়াউল হক মৃধার মুঠোফোন নাম্বারে একাধিকবার কল দিলেও মোবাইল বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
অপরদিকে, গত ১৪ জানুয়ারি এ আসনের উপ-নির্বাচন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেন আওয়ামী লীগ নেতা ও স্বতন্ত্র প্রার্থী মঈন উদ্দিন মঈন, মাহবুবুল বারী চৌধুরী মন্টু ও অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।
উল্লেখ্য, আগামী ১ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখে এ আসনের উপ-নির্বাচন এর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে আ’লীগের তিন স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মঈনউদ্দিন মঈন, মাহবুবুল বারী চৌধুরী মন্টু, অধ্যক্ষ শাহজাহান আলম সাজু ও জাতীয় পার্টি থেকে মনোনীত দুইবারের সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর মধ্যদিয়ে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভুঁইয়ার বিজয় অনেকটাই নিশ্চিত বলে মনে করছেন সাধারণ মানুষ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply