সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে এক হাজতির মৃত্যু।। পরিবারের অভিযোগ পুলিশের নির্যাতনে অসুস্থতার কারনেই মৃত্যু প্রবর্তক একাডেমির আয়োজনে শুদ্ধ বানান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে কমলগঞ্জে বেলা’র প্রচারাভিযান কমলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন সরাইলে প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য নয়, সাম্য চাই” দাবিতে সংবাদ সমেলন সরাইলে ৩০জন অটোরিক্সা চালকদের মাঝে রেইনকোর্ট বিতরণ সরাইলে সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল অনুষ্ঠিত স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশের দায়ে ব্রাহ্মণবাড়িয়ায় “কাচ্চি ভাই” রেস্টুরেন্টকে জরিমানা ব্রাহ্মণবাড়িয়ায় মডেল মসজিদ পরিদর্শন করলেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন সরাইলে সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট সেমিফাইনাল অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলা জুড়ে এক মাস ধরে নেই শিশুদের ইপিআই টিকা

ব্রাহ্মণবাড়িয়া জেলা জুড়ে এক মাস ধরে নেই শিশুদের ইপিআই টিকা

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া জেলায় শিশুদের জন্মের পর ধাপে ধাপে দেওয়া সম্প্রসারিত টিকা দান কার্যক্রমের (ইপিআই) টিকা গত এক মাস ধরে জেলার কোথাও নেই। ফলে টিকা কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ফিরে যাচ্ছেন তাদের মায়েরা। একাধিকবার এসেও তাদের ফিরে যেতে হচ্ছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে জেলার সিভিল সার্জন জানিয়েছেন, টিকার জন্যে চাহিদা প্রেরণ করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ইপিআই কর্মসূচিতে শিশুদের রোগ প্রতিরোধযোগ্য বিভিন্ন ধাপে টিকা প্রদান করা হয়। এর মধ্যে রয়েছে যক্ষা, পোলিও, ডিফথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টংকার, হেপাটাইটিস-বি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা-বি জনিত রোগ, হাম, নিউমোকক্কাল জনিত নিউমোনিয়া, রুবেলা। সময়সূচি অনুযায়ী টিকা না নিলে শিশুর মারাত্মক সংক্রামক রোগসমূহের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে না। শিশু জন্মের পর প্রথম বিসিজি টিকা দিতে হয়। শিশুর ৬ সপ্তাহ হলে আইপিভি টিকার প্রথম ডোজ ও ১৪ সপ্তাহ বয়সে ২য় ডোজ দিতে হয়। একই সময়ে পেন্টাভ্যালেন্ট (ডিপিটি, হেপাটাইটিস-বি, হিব), ওপিভি এবং পিসিভি টিকার ১ম ডোজ দিতে হয়। তারপর কমপক্ষে ৪ সপ্তাহ/২৮ দিনের ব্যবধানে এ সকল টিকার ২য় এবং ৩য় ডোজ দিতে হয়। শিশুর ২৭০ দিন পূর্ণ হলেই শিশুকে ১ম ডোজ এবং ১৫ মাস বয়স পূর্ণ হলেই ২য় ডোজ এমআর (হাম ও রুবেলা) টিকা দিতে হয়।
এদিকে, ব্রাহ্মণবাড়িয়া জেলা জুড়ে গত একমাস যাবত বিসিজি টিকা ছাড়া শিশুদের কোন টিকা মজুদ নেই। জেলার ইপিআই স্টোরে গত একমাস যাবত পেন্টা (ডিপিটি, হেপ-বি, হিব), ওপিভি, পিসিভি, আইপিভি ও এমআর (হাম ও রুবেলা) টিকা মজুদ নেই। ফলে শিশুদের সময় অনুযায়ী টিকা গুলো দেওয়া যাচ্ছে না।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, ইপিআই টিকা কেন্দ্রে স্টাফরা অলস সময় অতিবাহিত করছেন। মাঝে মাঝে বিসিজি টিকা দিতে নবজাতকদের নিয়ে মায়েরা আসছেন। তাদের টিকা দেওয়া হচ্ছে। তবে ২য় ধাপ থেকে টিকা গুলো দিতে আসা শিশুদের অভিভাবকদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে টিকা দিতে আসা আসমা বেগম নামের এক নবজাতক শিশুর মা এ প্রতিবেদককে বলেন, আমার বাচ্চার ৩য় ধাপের টিকা দেওয়ার সময় ছিল গত ১৫ ফেব্রুয়ারী। সেদিন আসার পর জানানো হয়েছিল টিকা নেই। কয়েকদিন পর আসবে। আজকে আসার পর‌ও টিকা কেন্দ্র থেকে একই কথা বলে ফিরিয়ে দেওয়া হয়েছে।
অপরদিকে নাজনীন বেগম নামের আরেক নবজাতক শিশুর মা জানান, আমার শিশুর প্রথম টিকা দিয়েছিলাম ২৮দিনের মাথায়। আজকে ছিল ২য় ডোজের তারিখ। কিন্তু টিকা না থাকায় পরে আসতে বলেছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট আমিনুল ইসলাম বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় একবছরে ৯১ হাজার শিশুকে প্রতিটি টিকা দিয়ে থাকি। জেলার ৯৮টি ইউনিয়নের প্রতিটিতে ২৪টি টিকা কেন্দ্রে মাসে একবার করে টিকা দেওয়া হয়। এছাড়াও রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ছুটির দিন ছাড়াও প্রতিদিন টিকা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, আমাদের প্রতি ৩ মাস পর পর টিকা পাঠানো হয়। এতদিন ঢাকাতেই টিকা ছিল না। আমরা কিছুদিনের মধ্যে টিকা পেয়ে যাব।
এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ জানান, ‘আমরা টিকার জন্যে ঢাকায় চাহিদা পাঠিয়েছি। আশা করছি দ্রুত টিকা আসবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com