স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ায় একটি মালবাহী ট্রেনের ৭ বগি লাইনচ্য হয়েছে। এতে দুটি রেললাইনের মধ্যে একটি দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের দারিয়াপুর নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুর ১টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রেন ব্রাহ্মণবাড়িয়ার দারিয়াপুর নামক এলাকায় আসলে ট্রেনটির পেছনের দিকের ৭টি বগি লাইনচ্যুত হয়। তিনি জানান, দুর্ঘটনা কবলিত এলাকায় পাশাপাশি দুটি রেলপথ থাকায় একটি লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে ফলে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। অপরদিকে ডাউনলাইন থাকা থাকায় ওই লাইন দিয়ে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ অব্যাহত রয়েছে।
স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান প্রচন্ড গরমে লাইন বেঁকে যাওয়ায় দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা কবলিত ট্রেনটিকে উদ্ধারের জন্য আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে যাত্রা করেছে তবে উদ্ধার কাজ শেষ হতে কয়েক ঘন্টা সময় লাগবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply