কমলগঞ্জ; (মৌলভীবাজার) প্রতিনিধি
‘মতপ্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস (ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে) উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ মে) বিকেল সাড়ে ৩ টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে কমলগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের সভাপতি বিশ্বজিত রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমিন মিল্টন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি সাংবাদিক প্রণীত রঞ্জন দেবনাথ, শাব্বির এলাহী, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, কমলগঞ্জ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় ফোরামের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজু, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ, কমলগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক আর কে সোমেন, এশিয়ান এইজ এর কমলগঞ্জ প্রতিনিধি সাংবাদিক মোনায়েম খান, দৈনিক বাংলা এর কমলগঞ্জ প্রতিনিধি সালাউদ্দিন শূভ, দৈনিক আজকালের কমলগঞ্জ প্রতিনিধি আলম আহমেদ, দৈনিক কালবেলার কমলগঞ্জ প্রতিনিধি রাজু দত্ত, দৈনিক দেশ রূপান্তরের রহুল ইসলাম হৃদয় প্রমুখ। এর আগে সারাদেশে নিহত সাংবাদিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply