জিয়াদুল হক, স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘর ও দোকানে হামলা ও ভাংচুর চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। গত রোববার সকালে উপজেলার চান্দুরা ইউনিয়নের জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৪ জন আহত হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার জালালপুর গ্রামের বিএনপি নেতা মোঃ আরজু মিয়া মেম্বার ও সৌদি প্রবাসী বাবুল মিয়ার গোষ্টির মধ্যে বিরোধ চলে আসছিল। এতে আরজু মেম্বারের বিপক্ষে প্রবাসী মোঃ বাবুল মিয়া প্রবাসে থাকাকালীন সময়ে বাবুল মিয়ার গোষ্টির নেতৃত্ব দিতেন মোঃ দানা মিয়া। বাবুল মিয়া দেশে আসার পর কয়েকদিন আগে আরজু মিয়া মেম্বারের সাথে মিলে যান। পরে গত শনিবার বিকালে আরজু মেম্বারের লোক জুবাইল (১৫) ও রিফাত (২০) নামে দুজনের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে আরজু মিয়া মেম্বার ও দানা মিয়ার লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয় । এরই জের ধরে গতকাল রোববার সকালে আরজু মিয়া মেম্বারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে দানা মিয়া গোষ্টির লোকজের উপর চড়াও হয় এবং জালালপুর গ্রামের মৃত আঃ রশিদের ছেলে আবু কালাম (৭০) এর বসত বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর চালায়। এসময় রিফাত মিয়ার একটি দোকানেও তারা হামলা ভাংচুর ও মারপিঠের ঘটনা ঘটায়। এতে ৪ জন আহত হয়। আহতরা হলেন- রিফাত (২০), আলী রহমান (৩৩), সুমন (১৫) , আব্দুল্লাহ (২০)।এদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply