মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মীরসরাইয়ের কন্যা ও সীতাকুন্ডের গৃহবধূ শিক্ষার্থী আফসানা আক্তার লিজাকে যৌতুৃকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করে আত্মহত্যার প্ররোচনাকারী স্বামী জাবেদ ইকবালসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে মীরসরাইয়ের পশ্চিম মিঠানালা এলাকায় দুই শতাধিক নারী পুরুষের উপস্থিতিতে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মিঠানালা ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি সদস্য রোজিনা আক্তার, ব্যবসায়ী মোঃ সাহাবুদ্দিন, লিজার মা হোসনে আরা বেগম, বড়বোন রোকসানা আক্তার, ফুফাতো ভাই শহীদুল আলম, আওয়ামীলীগ নেতা সাজ্জাদ হোসেন, মোঃ হেলাল উদ্দিন, মোঃ জাকির হোসেন, ফিরোজা বেগম প্রমুখ।
এসময় লিজার বড়বোন রোকসানা আক্তার বলেন, আমার সহজ সরল শিক্ষিত বোন লিজাকে স্বামী জাবেদ ইকবালসহ তার পরিবারের লোকজন ৫ লক্ষ টাকার যৌতুক ও স্বামীর পরকীয়া প্রেমের সম্পর্কের কথা জেনে যাওয়ায় শারীরিক ও মানসিক নির্যাতনের মাধ্যমে আত্মহত্যা করতে বাধ্য করেছে। আমি বোনের আত্মহত্যার প্ররোচনাকারী জাবেদ ইকবালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।
লিজা মা হোসনে আরা বেগম বলেন, আমার স্বামী নেই। আত্মীয় স্বজন ও এলাকাবাসী থেকে সহযোগিতা নিয়ে মেয়েকে বিয়ে দিয়েছি। স্বামী ও পরিবারের সদস্যদের অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আমরা আত্মহত্যার প্ররোচনার জন্য মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। আমি জড়িতদের ফাঁসি চাই।
লিজার মামা মোঃ সাহাবুদ্দিন বলেন, ‘ বিয়ের ৫ মাসের মাথায় যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতনের মাধ্যমে আমার ভাগনিকে আত্মহত্যায় প্ররোচনাকারী জাবেদ ইকবালের ফাঁসি চাই।’
উল্লেখ্য, চলতি বছরের ২ জুলাই সীতাকুন্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের উত্তর বগাচতর এলাকার হুরমত খাঁ ভূঁইয়া বাড়ির নুরনবীর ছেলে জাবেদ ইকবালের সাথে মীরসরাইয়ের মিঠানালা এলাকার লিজার বিয়ে হয়। বিয়ের ৫ মাসের মাথায় গত ৬ ডিসেম্বর রাতে মুঠোফোনে স্বামীর সাথে কথাবলা শেষে বাপের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আফসানা আক্তার লিজা।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply