স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
শতভাগ মেধা ও সচ্ছতার ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সদস্য পদে চাকুরি পেলেন ৭১ জন ছেলে মেয়ে। পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে একজন চাকুরি প্রার্থীর খরচ হয়েছে ১২০ টাকা মাত্র। এ খরচটি কেবল অনলাইনে আবেদন করতে হয়েছে।
গতকাল বুধবার (১৩ মার্চ) রাতে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্স ড্রিল শেডে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নতুন চাকুরি পাওয়া ছেলে-মেয়েদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। চাকরি পাওয়া ৭১ জনের মধ্যে ৬০ জন ছেলে ও ১১ জন মেয়ে রয়েছেন। ফলাফল ঘোষণার পর সবাইকে ফুল দিয়ে বরণ করেন জেলা পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, মেধা, সততা, নিরপেক্ষতা ও শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে ৭১ জনকে পুলিশ সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ প্রক্রিয়ার প্রতি সাধারণ মানুষ ও প্রার্থীদের আস্থা ছিলো। আমরাও সঠিকভাবে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করতে পেরেছি। তিনি নিয়োগ পাওয়া পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
Leave a Reply