স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ছেলের কবরে বেড়া দিতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেলেন বাবা সাদেকুর রহমান ভুইয়া।
শুক্রবার (০৩ মে) সকালে জেলার আখাউড়া উপজেলার আখাউড়া উত্তর ইউনিয়নের আনোয়ারপুর গ্রামে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় পরিবার ও এলাকা জুড়ে বইছে শোকের ছায়া।
গত ২৯ এপ্রিল সোমবার বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর এলাকায় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ও জেলার আখাউড়া উপজেলার আখাউড়া উত্তর ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের সাদেকুর রহমানের ছেলে শাহাদাত হোসেন ভুইয়া। মৃত্যুর মাত্র ৪দিন পর শুক্রবার সকালে ছেলের কবরে বেড়া দেওয়ার জন্য বাঁশ কাটতে গিয়ে বুকে ব্যথা উঠে অসুস্থ হয়ে পড়েন নিহত শাহাদাত এর বাবা সাদেকুর রহমান ভুইয়া। এসময় পরিবারের সদস্যরা অসুস্থ অবস্থায় উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত সাদেকুর রহমান ভুইয়া পল্লী বিদ্যুৎ এ চাকুরী করতেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ রাসেল মিয়া জানান, ছেলের মৃত্যুর চারদিন পর বাবার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাদেকুর রহমানের লাশ দাফন করা হয়েছে।
উল্লেখ্য, সাদেকুর রহমান ভুইয়ার তিন সন্তানের মধ্যে শাহাদাত হোসেন ভুইয়া তৃতীয়। বড় ছেলে থাকেন সৌদিআরবে। দ্বিতীয় ও একমাত্র মেয়ে থাকেন জেলা শহরের কলেজপাড়ায়। সড়ক দূর্ঘটনার মাত্র ১০ দিন আগে ছেলের শখ পূরণে মোটরসাইকেল কিনে দেন বাবা। আর ছেলের মৃত্যুর মাত্র ৪দিনের মধ্যেই মারা গেলেন বাবাও।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply