স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের চলন্ত অবস্থায় হোস পাইপ ছিঁড়ে লেভেল ক্রসিং এলাকায় ট্রেনটি আটকা পড়লে শহরের প্রধান সড়ক বন্ধ হয়ে দুর্ভোগের সৃষ্টি হয়। প্রায় একঘন্টা পর মেরামত শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আজ সোমবার (১৩ মে) সন্ধ্যা পৌনে ৭টায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছাড়ার পরপরই এ ঘটনাটি ঘটে।
জানা যায়, উপকূল এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যায় ৬টা ৩১ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে যাত্রাবিরতি করে। পাঁচ মিনিট যাত্রাবিরতি দিয়ে ট্রেনটি ছেড়ে যায়। কিছুদূর যাওয়া মাত্র ট্রেনের দুই বগির মাঝের হোস পাইপ ছিঁড়ে যায়। এতে ট্রেনটি থেমে যায়। পরে মেরামত শেষে ৭টা ৪০ মিনিটে ট্রেনটি ছেড়ে যায়। ওইসময়ে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রধান সড়ক টিএ রোডের লেভেল ক্রসিংয়ে আটকা পড়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এসময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চলন্ত অবস্থায় হোস পাইপ ছিঁড়ে যায়। মেরামত শেষে প্রায় এক ঘণ্টা পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply