স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
নিখোঁজের প্রায় ৪০ ঘন্টা পর সন্ধান মিললো ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হালিমা আক্তার প্রীতি খন্দকারের।
বৃহস্পতিবার (৩০ মে) সকালে তিনি নারায়ণগঞ্জের হাইওয়ে থানা পুলিশের কাছে গিয়ে সাহায্য চান। এ সময় তিনি অপহরণ ও ছিনতাইয়ের শিকার হয়েছিলেন বলেও দাবি করেন।
এ বিষয়ে জানতে চাইলে বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে আমরা নিখোঁজ প্রীতি খন্দকারের খোঁজ পেয়েছি। তিনি নিজেই নারায়নগঞ্জ পুলিশের কাছে গিয়ে নিখোঁজ ও অপহরণ হওয়ার ঘটনা খুলে বলেন ও তাদের সহযোগিতা চান। পরে নারায়ণগঞ্জ পুলিশও আমাদের অবহিত করলে আমরা সেখানে ফোর্স পাঠিয়ে নিয়ে আসি।
ওসি আরো বলেন, প্রীতি খন্দকার জানিয়েছেন গত মঙ্গলবার দুপুরে বিজয়নগর উপজেলার হরষপুর এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় দুই নারী এসে মাদরাসায় যাওয়ার কথা বলেন। এসময় ঐ নারীরা তাকে একটি পান খেতে দেন। পান খাওয়ার পর থেকেই কিছু মনে নেই।থ
প্রীতি খন্দকারের দাবি বৃহস্পতিবার সকালে একটি কালো গাড়ি থেকে তাকে নামিয়ে দেওয়া হয়। এ সময় তিনি জানতে পারেন এটি নারায়ণগঞ্জ। পরে তিনি পুলিশের সহযোগিতা চান। পুলিশের মাধ্যমে তিনি স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে হরষপুর ইউনিয়নে দুইজন সহযোগী নিয়ে নির্বাচনী প্রচারণায় যান প্রীতি। হরষপুরের ঋষি পাড়ায় ঢুকে প্রচার চালানোর সময় তিনি একটি বাড়ির ভেতরে ভোটারদের সঙ্গে কথা বলছিলেন। মিনিট বিশেক পার হলেও বের হচ্ছে না বিধায় সঙ্গে থাকা দুজন নারী ভেতরে যান। সেখানে গিয়ে তাকে আর পাওয়া যায়নি। বিষয়টি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ থানার ওসিকে অবগত করা হয়। পরে তিনি এ বিষয়ে থনায় জিডি করেন। স্ত্রীকে গুম করা হয়ে থাকতে পারে বলে তিনি মৌখিকভাকে অভিযোগ করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply