সংবাদ শিরোনাম
নবীনগরে পুকুর থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার কমলগঞ্জে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ নানা কর্মসূচিতে কমলগঞ্জে গুড নেইবারস এর পরিচ্ছন্নতা অভিযান ঢাকাস্থ চম্পকনগর ইউনিয়ন সমিতি গঠনের লক্ষ্যে পরামর্শ সভা অনুষ্ঠিত কমলগঞ্জে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের দুই ঘন্টা অবস্থান কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় বিটিজেএ সভাপতিরসহ পরপর তিন টিভি সাংবাদিকের মোটরসাইকেল চুরি কমলগঞ্জে স্কাউটের ব কাব কার্নিভাল ২০২৫ কমলগঞ্জে অভিভাবক -ছাত্র -শিক্ষক সমন্বয় সভা লালমনিরহাটে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে বাবা-ছেলে আটক বিজয়নগরে পুকুর দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ।। আহত- ৭।। একজনে হাতের কব্জি বিচ্ছিন্ন
দীর্ঘ ২০ বছর মামলা মোকদ্দমার পর সরাইলে প্রকৃত মালিকের নিকট ভূমির দখল বুঝিয়ে দিলেন আদালত

দীর্ঘ ২০ বছর মামলা মোকদ্দমার পর সরাইলে প্রকৃত মালিকের নিকট ভূমির দখল বুঝিয়ে দিলেন আদালত

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
দীর্ঘ ২০ বছর মামলা মোকদ্দমার পর ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রকৃত মালিকের নিকট আদালতের নির্দেশে ভূমি বুঝিয়ে দিলেন জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট।
গতকাল মঙ্গলবার (০৮ এপ্রিল) সরাইল উপজেলা সদর ইউনিয়নের উচালিয়াপাড়া দক্ষিণহাটি গ্রামের ১৮.৭৫ শতক ভূমির ওয়ারিশ সূত্রে প্রকৃত মালিক রফিকুল ইসলাম মানিককে জমির দখল বুঝিয়ে দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম।
জানা গেছে, আদালতের রায় অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এসে সরাসরি সরেজমিনে দিনব্যাপী কার্যক্রম পরিচালনা করেন। এসময় বিবাদীদের দখলে থাকা একটি টিনসেট ঘর উচ্ছেদ করেন এবং জায়গাটি চিহ্নিত করে চারপাশে মাপামাপি করে লাল নিশান ও সীমানা খুঁটি পুতে যান। এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জর্জ কোর্টের নাজির মোহাম্মদ আওলাদ হোসেন, একজন কমিশনার সহ সরাইল থানার এসআই আব্দুর রহমান খান পাঠান ও সরাইল থানার একদল পুলিশ সদস্য।
মোকদ্দমা চলমান অবস্থায় বাদী আনোয়ারা বেগম শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তার ছেলে মোঃ রফিকুল ইসলাম মানিককে বিগত ২০১১ ইং সনে মোকদ্দমা পরিচালনা করার জন্য আমমোক্তারনামার মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করেন। পরবর্তীতে বিবাদীগন অনুপস্থিত থাকায় বিগত ২০১৮ সনে একতরফা সূত্রে বাদী পক্ষে প্রাথমিক ডিগ্রির আদেশ দেন। এরপর পুনরায় একই বছরে চূড়ান্ত ডিগ্রির আদেশ দেন আদালত।
এদিকে আদালতের আদেশের পরও বাদীপক্ষকে ভূমির দখল না দেয়ায় বিগত২৪/০৪/২৩ তারিখে দেঃ ডিঃ ০৪/২৩ মোকদ্দমা দাখিল করে। পরে বিজ্ঞ আদালত সকল কিছু বিবেচনা করে ১৮/০২/২৪ ইং তারিখে জারীকারক মুলে দখল এর আদেশ দেন। পরবর্তীতে সিনিয়র সহকারী জজ আখাউড়া আদালতের বিজ্ঞ বিচারক গতকাল ০৮/০৪/২৫ ইং তারিখে ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম, নাজির আওলাদ হোসেন ও একজন কমিশনার সহ সরাইল থানার পুলিশকে সরেজমিনে উপস্থিত হয়ে বাদী রফিকুল ইসলাম মানিককে ১৮.৭৫ শতক জমি দখল করিয়ে দেওয়ার জন্য আরেকটি আদেশ দেন । সরাইল থানা পুলিশের পক্ষ থেকে এসআই মোঃ আব্দুর রহমান পাঠান সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২০০৫ সালে আনোয়ারা বেগম বাদী হয়ে ১৪ জনকে বিবাদী করে বিজ্ঞ আদালতে মোকদ্দমা দাখিল করেন। তার কিছুদিন পরে বিবাদীগন আদালতে জবাব দাখিল করিয়া আদালতে অনুপস্থিত হয়ে যায়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com