সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলা সদর ইউনিয়নে ২২ সেপ্টেম্বর সকাল ১১.৩০ ঘটিকায় ৫নং সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তে আসন্ন শারদীয় দূর্গাপুজা ২০১৯ সুষ্ঠ,শান্তিপূর্ণ,আনন্দঘন ও উৎসবমূখর পরিবেশে উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাসহ সার্বিক বিষয়ে কমিউনিটি পুলিশিং এর মতবিনিময় সভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক অরুন জ্যোতি ভট্টাচার্য্য , থানার এ এস আই হাছান। ইউনিয়ন পরিষদের সদস্য নগেন্দ্র দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন,সাবেক ইউ/পি সদস্য লুৎফুর রহমান, ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জানু মিয়া, মোঃ মিজানুর রহমান, নিতাই দাস, মোঃ আজদু মিয়া, মোঃ কবির মিয়া, পূজামন্ডপের সভাপতি রাজু চন্দ্র দাস, শংকর দেবনাথ, স্বপন দাস প্রমূখ। উলেখ্য এ বছর নাসিরনগর উপজেলায় ১৫১ টি দূর্গাপুজা অনুষ্ঠিত হবে এবং নাসিরনগর সদর ইউনিয়নে হবে মোট ২৩ টি দূর্গাপুজা। উক্ত মতবিনিময় সভায় ইউনিয়ন পরিষদের সদস্যগণ , পুজা মন্ডপের সভাপতি /সম্পাদক, সদস্য ও এলাকার গন্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টোয়েন্টিফোর।
Leave a Reply