বিশেষ প্রতিবেদক, সময়নিউজবিডি টুুুয়েন্টিফোর
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খানের নির্দেশে পবিত্র মাহে রমজান উপলক্ষে জেলা শহরের মেড্ডা ও ফারুকী বাজারে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১০ মে) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
জানা যায়, শুক্রবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়ার নেতৃত্বে পৌর শহরের মেড্ডা ও ফারুকী বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর অভিযোগে ফারুকী বাজারের শাহী বেকারিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ডিসিআর মূলে দন্ডের অর্থ আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা আবু সাঈদ, সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ধর্মজ্যোতি সহ পুলিশ বাহিনীর সদস্যরা।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply