সংবাদ শিরোনাম
কমলগঞ্জে ছাত্রলীগের সাবেক সভাপতি রিপুল ও যুবলীগ নেতা ইউপি সদস্য শিপন আটক ব্রাহ্মণবাড়িয়া জেলা আ’লীগ নেতা কাজী শফিকুল ইসলামকে বিমানবন্দর থেকে গ্রেফতার ছেলের মৃত্যুর ৬ ঘন্টা পর মায়ের মৃত্যু বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবক।। ঘাতকসহ আটক-২ কমলগঞ্জে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় চা শ্রমিক নিহত সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া কমিটি গঠন।। নিয়াজ মোঃ খান বিটু সভাপতি ও শিহাব উদ্দিন বিপু সাধারণ সম্পাদক কমলগঞ্জে সাংবাদিক সমিতির উদ্যোগে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ কমলগঞ্জে প্রবাসীর উদ্যোগে একশো পরিবারকে ঈদ উপহার। কমলগঞ্জে অনিয়ম আর অব্যবস্থাপনায় টিসিবি’র পণ্য বিক্রি; দেখার কেউ নেই। বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে একে বাংলা স্কুল’র আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৮ জন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৮ জন গ্রেপ্তার

সময়নিউজবিডি টুয়েন্টিফোর রিপোর্ট
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত ১৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। 
শুক্রবার (১০ মে) দিনব্যাপী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 
পুলিশ জানায়,শুক্রবার দিনব্যাপী ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিনের  এর দিক নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) ইশতিয়াক আহামেদ, উপপরিদর্শক (এসআই) সুমন সাহা, উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাবু, উপ পরিদর্শক (এসআই) প্রেমধন মজুমদার, উপ পরিদর্শক (এসআই) নারায়ন চন্দ্র দাস, উপ পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান, উপ পরিদর্শক (এসআই) আব্দুল মোত্তালেব (২নং শহর পুলিশ ফাড়ি), সহকারি উপপরিদর্শক (এএসআই) সেলিমুজ্জামান, সহকারি উপ পরিদর্শক (এএসআই) হিরন কুমার দেব, সহকারি উপপরিদর্শক (এএসআই) নেয়ামত উল্লাহ সঙ্গীয় ফোর্সসহ বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও সাঁজাপ্রাপ্ত আসামী ১। দায়রা-৩৬৫/১৪ এর মোছাঃ মনছুরা বেগম, স্বামী-সৈয়দ ফরিদুল ইসলাম বুলবুল, সাং-দক্ষিণ মৌড়াইল, ২। জিআর ৬৪৪/১৮, মামালা নং-২৩, তাং- ৯/০৯/১৮ ইং এর মোঃ সুমন মিয়া(৪০), পিতা-মৃত ইউনুছ মিয়া, সাং-কাজীপাড়া, ৩। নাঃ শিশু ৭২/১৯ এর শিশু মিয়া, পিতা-মৃত মুজারুল হক, সাং-চাপাইর, ৪। দায়রা ৩৯৭/১৬, সিআর ১২৭/১৫, এর মোঃ হেলাল উদ্দিন, পিতা-মোঃ শাহজাহান খলিফা, সাং-কুড্ডা, ৫। বিঃ ট্রাইঃ ১২৮/১৪, জি আর ১০/১৪ এর মোঃ মান্না, পিতা-মতৃ আঃ রহমান, সাং-পাওয়ার হাইজ রোড, ৬। সিআর ১১২/১৯ এর মোঃ এনজেল মিয়া, পিতা-মৃত ইদন মিয়া, সাং-দারমা মরহুম আলীর বাড়ী, ৭। নাঃ শিশু ১৫১/১৯ এর (ক) নিলুফা বেগম, (খ) সেলিম মিয়া, উভয় পিতা-মৃত আব্দুল হক, সাং-চিনাইর, ৮। নাঃ শিশু ৩৩০/১৯ এর (ক) মোঃ মোস্তাকিম মিয়া, পিতা-মৃত মোঃ এলন মিয়া, (খ)শাহারা খাতুন, স্বামী-মৃত এলন মিয়া, উভয়-ভাদুঘর, (গ) সুমন মিয়া, পিতা-মৃত জানু মিয়া, সাং-শিলাউর, ৯। নাঃ শিশু ২৫১/১৯ এর রুমা আক্তার, স্বামী-শামীম মিয়া, সাং-চিনাইর, ১০। নাঃ শিশু মামলা নং-৪৯/১৯ এর শিল্পী, পিতা-মুসা মিয়া. সাং-ভাটপাড়া, ১১। সিআর-১৮০/১৯ এর মোছাঃ সাবিনা বেগম, স্বামী-মোঃ ছানু মিয়া, সাং-ভাদুঘর (নাছিরপুর মোড়), ১২। জিআর-৮৩০/১৭ ও মামলা নং-০৮(১২)১৭ এর সুমন, পিতা-মৃত ইউনুছ মিয়া, সাং-কাজীপাড়া, ১৩। মামলা নং-২৮, তাং-০৬/০৫/১৯, ধারা-৩৭৯/৪১১ পোনাল কোড এর (ক) ইয়াছিন, পিতা-লুৎফর মিয়া, সাং-বিহাইর রহমত পাড়া, (খ) হাবিবুল, পিতা-হাবজা মিয়া, সাং-রাজঘর, ১৪। নন- জিআর সাঁজা প্রাপ্ত ৬১১/২০০ এর মোঃ আক্তার হোসেন, পিতা-মৃত মন্তাজ মিয়া, সাং-পূথাই, সর্ব থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়া। তাদের কে গ্রেপ্তার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম উদ্দিন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।         

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com