কক্সবাজার প্রতিনিধি
সাংবাদিকতা ও প্রকাশনা নীতিমালার তোয়াক্কা না করে, জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজ ও জাতীয় অনলাইন নিউজ পোর্টাল ‘দেশের সংবাদ ডটকম’ এ প্রকাশিত সংবাদ প্রতিবেদন হুবহু কপি রাইট করে, সংশ্লিষ্ট বা উপযুক্ত কারও বক্তব্য না নিয়ে, কোন তথ্য সূত্রের উল্লেখ না করে, গত ৮ মে কক্সবাজারের স্থানীয় দৈনিক দৈনন্দিন পত্রিকায় এক তরফা ও মনগড়া মিথ্যা -বানোয়াট ও মানহানিকর সংবাদ প্রকাশ করে, প্রকাশিত মানহানিকর সংবাদের পত্রিকাটির শত শত কপি ‘সৌজন্য কপি’র সীল মেরে বিনা মূল্যে হকারের ভূমিকায় বিলি ও ফেইসবুকে বাজে মন্তব্য সহ পোস্ট করে ৫০ লাখ টাকার মানহানি, ৫ লাখ টাকা চাঁদাদাবি, প্রতারণা ও প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগে জাতীয় দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ ও জাতীয় অনলাইন নিউজ পোর্টাল ‘দেশের সংবাদ ডটকম’র কক্সবাজার জেলা প্রতিনিধি বেলাল আজাদ বাদী হয়ে কক্সবাজার আদালতে আবুল আলা ও আবদুল আজিজ নামের ২ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
সোমবার (১৩ মে) কক্সবাজারের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪র্থ (সদর) আমলী আদালতে দন্ডবিধির ৩৮৫/ ৪০৬/ ৫০০/ ৫০১/ ৫০৬(২) ধারায় মামলাটি দায়ের করা হলে, আদালতের বিচারক বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাবা তামান্না ফারাহ মামলাটি (নং-সি.আর.- ৫৫৯/২০১৯) আমলে নিয়ে কক্সবাজার গোয়েন্দা (ডিবি পুলিশ) বিভাগের অফিসার ইনচার্জকে তদন্ত পূর্বক প্রতিবেদন
দেওয়ার নির্দেশ দেন।
জানা যায়, গত ৮ মে কক্সবাজারের স্থানীয় দৈনিক দৈনন্দিন পত্রিকার ১ম পৃষ্টায় ‘আদালত পাড়ায় জালিয়াত চক্র বেপরোয়া: দেখার কেউ নেই। বেলালের অপকর্ম ফাঁস’ শিরোনামে প্রতিদিনের কাগজ’ ও জাতীয় অনলাইন নিউজ পোর্টাল ‘দেশের সংবাদ ডটকম’র কক্সবাজার জেলা প্রতিনিধি লেখক ও সাংবাদিক বেলাল আজাদের ছবি সহ তথ্যহীন, মিথ্যা-বানোয়াট ও মানহানিকর একটি প্রতিবেদন রামু উপজেলার দারিয়ারদীঘি গ্রামের এহেছান উল্লাহর পূত্র ও কক্সবাজার আদালত পাড়ার চিহ্নিত প্রতারক আবুল আলা (৩৬) ও সাংবাদিক বেলাল আজাদেরই প্রতিবেশী উখিয়া উপজেলার পশ্চিম সোনাই গ্রামের ছালামত উল্লাহরপূত্র ও দৈনিক দৈনন্দিন পত্রিকার বার্তা সম্পাদক আবদুল আজিজ (৪১) উভয়ে পুর্ব শক্রুতার জের ধরেই পূর্ব পরিকল্পিত ভাবেই অপরাধ জনক কাজটি করায় সাংবাদিক বেলাল আজাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বাদী সাংবাদিক বেলাল আজাদের পক্ষে আইনজীবি ছিলেন সিনিয়র এডভোকেট এম.এ. বারী, এডভোকেট মোঃ আবু তাহের ও এডভোকেট মোঃ আবদুর রহিম।
উল্লেখ্য , সাংবাদিক বেলাল আজাদের মামলার দুই আসামী আবুল আলা ও আবদুল আজীজ উভয়ের বিরুদ্ধে জাল কাগজপত্র ও চেক দিয়ে ভূঁয়া বাদী সাঁজিয়ে মামলা দায়ের করার মত জঘন্য অপরাধের মামলা সহ বহু অন্যায়-অপকর্মের অভিযোগ ও মামলা আছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply