সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় গতকাল সোমবার (১৩ মে) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সোসাইটি ফর ব্রাইট সোস্যাল সার্ভিসের বাস্তবায়নে ” হাওড় এলাকায় সুবিধা বঞ্চিত নারীর অর্থনৈতিক সামাজিক ক্ষমতায়নের জন্য আরও কর্মসংস্থান বৃদ্ধির কর্মসূচীর আওতায় ভাসমান বীজ তল তৈরী ও বিষমুক্ত সবজি চাষ এবং উন্নত জাতের হাঁস প্রতিপালন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর।
সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এ.এস.এম. মোসার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সালমা আক্তার।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ মজিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহিদুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের সাবেক উপ-সচিব মোবারক হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা বেগম প্রমূখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply