সময়নিউজবিডি টুয়েন্টিফোর রিপোর্ট
ব্রাহ্মণবাড়িয়ার জেলা ও দায়রা জজ মোহাম্মদ সফিউল আজম বলেছেন, ‘মানুষের দেহ ও মনকে সংযমের শাসন রেখে যাবতীয় খারাপ কাজ পরিহার করে আল্লাহর সন্তুষ্টি লাভ ও তাকওয়া অর্জনের সাধনাই হচ্ছে পবিত্র মাহে রমজানের মূলমন্ত্র। পবিত্র মাহে রমজান মাসে মুসলমানদের জীবনে ইবাদতের স্বর্ণদুয়ার খুলে দেওয়া হয় সৃষ্টিকর্তার পক্ষ থেকে। তিনি রমজানের শিক্ষা ধারণ করে একটি সুন্দর, সমৃদ্ধ ও শান্তিময় সমাজ বিনির্মাণে সকলকে এগিয়ে আসার আহবান।
মঙ্গলবার (১৪ মে) ব্রাহ্মণবাড়িয়া জেলা জজশিপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির উদ্যোগে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রহমত, নাজাত ও মাগফিরাতের মাস মাহে রমজান উল্লেখ্য করে জেলা ও দায়রা জজ আরো বলেন, মানুষের জন্য একটি টেকসই ও আদর্শ জীবন গঠনের শিক্ষা নিয়ে আসে এই রমজান। ইসলাম সাম্য-মৈত্রী, খোদাভীতি, আত্মসংযম, আত্মশুদ্ধি, শৃঙ্খলা, মমত্ববোধ, দান, ভালোবাসা ও ভ্রাতৃত্বের যে মহান শিক্ষা দিয়েছে, তা বাস্তবায়নের সুযোগ এনে দেয় সিয়াম সাধনার মাধ্যমে । ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান পিপিএম (বার) বিপিএম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মাফরোজা পারভীন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোঃ সাইফুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ বিচারক মোঃ হাসানুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ মাসুদ পারভেজ, ১ম আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবেরা সুলতানা খানম, ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাঃ মোঃ শাহ আলম, ১ম আদালতের যুগ্ম জেলা জজ কাজী সহিদুল ইসলাম, ২য় আদালতের যুগ্ম জেলা জজ সৈয়দ ওমর ফারুখ সুজন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশারফ হোসাইনসহ জেলা জজশিপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির বিচারকবদ, আইনজীবী ও জজশিপর অন্যান্য কর্মকর্তা/ কর্মচারীগণ।
পরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply