সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের সদস্যদের বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যােগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে শপথ গ্রহন অনুষ্ঠানে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ফারজানা প্রিয়াংকা শপথ বাক্য পাঠ করান।
উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, গত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অংশ গ্রহনের জন্য উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা সদস্য রােকেয়া বেগম ও শাহজাদাপুর ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা সদস্য মােছাঃ আছমা বেগম পদত্যাগ করায় এ ২টি আসন শূন্য হয়। গত ১৪ অক্টােবর ২টি শূন্য আসনে উপনির্বাচনে কালিকচ্ছ ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা সদস্য মােছাঃ পারভিন বেগম ও শাহজাদাপুর ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা সদস্য মােছাঃ আছমা বেগম নির্বাচিত হয়।
তাদের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা পরিষদ নিবার্চন ভাইস চেয়ারম্যান রােকেয়া বেগম, কালিকচ্ছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরাফত আলী প্রমুখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply