বিজয়নগর সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট নারী নেত্রী ও সমাজ সেবক নাছিমা লুৎফর রহমানের সমর্থনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ মে) বিকেল সাড়ে ৪ টায় উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নোয়াবাদী গ্রামবাসীর উদ্যোগে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুয়েত-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি ও নাছিমা লুৎফর রহমানের সুযোগ্য স্বামী বিশিষ্ট সমাজ সেবক লুৎফর রহমান মুকাই আলী।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহ জামাল রানা, সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম ভুইয়া, জেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম সম্পাদক শেখ মোঃ ইয়াছিন, সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য কাকলী আকতার।
ইউপি সদস্য হুমায়ুন মিয়ার সভাপতিত্বে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন মোঃ আনোয়র হোসেন, তপু মিয়া। এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন। পরে ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যান কামনায় বিশেষ মোনাজাত করেন মাওলানা হাফেজ হাফিজুর রহমান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply