সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির বৈশাখী উৎসবের ৫ম দিনে নির্বাচিত গ্রন্থের প্রকাশনা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সাহিত্য একাডেমির বৈশাখী উৎসবের চতুর্থ দিনে মুজিবনগর দিবস পালন বিজয়নগর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক সাহিত্য একাডেমি আয়োজিত ৭ দিনব্যাপী বৈশাখী উৎসবের দ্বিতীয় দিন অতিবাহিত বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলা নববর্ষ উদযাপন সরাইলে খাস জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নিহত-১ ও আহত-২২ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর সাথে জেলা পুলিশের ঈদ শুভেচ্ছা বিনিময় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জেলা পুলিশের প্রীতিভোজ অনুষ্ঠিত যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র ঈদ উল ফিতর পালিত সরাইল উপজেলা প্রেসক্লাবের ঈদ সামগ্রী বিতরণ

চিনাইর আঞ্জুমান আরা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত

চিনাইর আঞ্জুমান আরা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর আঞ্জুমান আরা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিদ্যালয়ের এ ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। 
নির্বাচনে অভিভাবক প্রতিনিধি হিসেবে বিজয়ী হয়েছেন আম প্রতীকে শফিকুল ইসলাম নিপু (৪৫২) ভোট পেয়ে প্রথম, ছাতা প্রতীকে মোঃ শাহ আলম ভুইয়া (৪২৫) ভোট পেয়ে দ্বিতীয়, আনারস প্রতীকে আব্দুল্লাহ ক্বারী (৪১৭) ভোট পেয়ে তৃতীয় ও ছাতা প্রতীকে শাহ আলম (৩১৫) ভোট পেয়ে চতুর্থ স্থান অর্জন করেন। 

নির্বাচনে চারজন বিজয়ীর মধ্যে প্রথম স্থান অর্জনকারী হিসেবে ফলাফল ঘোষণার পর অভিভাবক প্রতিনিধি শফিকুল ইসলাম নিপুর সমর্থকদের আনন্দ মিছিল। ছবি—সময়নিউজবিডি।

সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জীবন ভট্টাচার্য এ ফলাফল ঘোষণা করেন। 
নির্বাচনে তিনটি বুথে মোট ৯শত ৯৪ জন ভোটারের মধ্যে ৭শত ২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। একজন ভোটার চারজন প্রার্থী ভোট দিতে পেরেছেন। নির্বাচনে মোট ভোটের ৭০.৬% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।     
উল্লেখ্য, অভিভাবক প্রতিনিধি হিসেবে শফিকুল ইসলাম নিপু (আম প্রতীক), আব্দুল্লাহ ক্বারী (আনারস প্রতীক) মোঃ শাহ আলম ভুইয়া (মাছ প্রতীক), ছায়েদুল হক (দোয়াত কলম প্রতীক), মোঃ শাহ আলম (ছাতা প্রতীক) এর প্রতিদ্বন্দ্বিতা হয়।            
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

One response to “চিনাইর আঞ্জুমান আরা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত”

Leave a Reply to Rana Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com