স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৯ হাজার প্রবাসী ব্রাহ্মণবাড়িয়ায় আগমন করলেও হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে মাত্র ১৪ জনকে। হোম কোয়ারেন্টাইনে না থেকে অবাধে ঘুরে বেড়ানোর দায়ে একজনকে করা হয়েছে জরিমানা। ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের নিকট পাঠানো একটি মেইলে বলা হয়েছে, গত ১ মার্চ ২০২০ ইং থেকে ১৫ মার্চ ২০২০ ইং তারিখ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৮ হাজার ৭শত ৬৮ জন প্রবাসী ব্রাহ্মণবাড়িয়ায় আগমণ করেন। ইতিমধ্যে তারা নিজ নিজ এলাকায় অবস্থান করছেন। তাদের অবস্থান পর্যবেক্ষণ করে নিয়মিত প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এই মেইল বার্তায়। এদিকে আগত প্রবাসীদের মধ্যে মাত্র ১৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডাঃ মোঃ শাহ আলম। সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছে হোম কোয়ারেন্টাইনে রাখা ১৪ জন প্রবাসীর মধ্যে ১২ জনই হচ্ছেন ইতালী, একজন সৌদি ও অন্যজন ক্রোশিয়া প্রবাসী। অপরদিকে জেলার বাঞ্ছারামপুরে হোম কোয়ারেন্টাইনে না থাকার অপরাধে মনির হোসেন নামে ওমান থেকে আসা এক প্রবাসীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাছির উদ্দিন সারওয়ার। ইউএনও আরো জানান গত ৮দিন আগে ওমান থেকে দেশে আসেন মনির হোসেন। হোম কোয়ারেন্টাইনে না থেকে তিনি অবাধে ঘুরে বেড়াচ্ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো মেইল বার্তায় বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৮ হাজার ৭শত ৬৮ জন প্রবাসীরা করোনা আক্রান্ত দেশ থেকে এসেছেন। দেশে আগমনের তারিখ থেকে তারা ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং আরো যারা বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে আসবেন তারাও হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। জেলা পুলিশকে জেলা প্রশাসক ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের কন্ট্রোল রুমের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে হোম কোয়ারেন্টাইনের বিষয়ে পর্যবেক্ষণ ও তাদের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য প্রেরণের নির্দেশ দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো মেইলটি জেলা প্রশাসক ও সিভিল সার্জনের কাছে পাঠানো হয়েছে। প্রবাসীদের অবস্থান পর্যবেক্ষনের জন্য জেলার সকল থানার অফিসার ইনচার্জদের নির্দেশনা দেওয়া হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply