স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে গৃহীত পদক্ষেপের কারণে যেসকল দিনমজুর, অতিদরিদ্র ও ছিন্নমূল মানুষের জীবিকা ব্যাহত হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণার পর নিরাপদ দূরত্বে রেখে শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন।বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জেলা শহরের ফারুকী পার্কে শ্রমজীবী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন।
প্রথমদিনে ৩৫টি পরিবারের মধ্যে ২০ কেজি চাল, দুই কেজি পেঁয়াজ, দুই কেজি তেল, এক কেজি লবণ, দুই কেজি ডাল, তিন কেজি আলু, এক কেজি চিনি, দুই কেজি আটা, এক কেজি চিড়া, এক কেজি মুড়ি, দুটি সাবান ও এক প্যাকেট বিস্কুট প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য প্রমুখ। এদিকে একইভাবে সকল উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ নিজ নিজ উপজেলায় সরকারি সহায়তা বিতরণ করেছেন। তন্মধ্যে, বেদেপল্লীতে গিয়ে উপোসরত বেদেদের মাঝে নিজ হাতে সরকারি সহায়তা বিতরণ করেছেন নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার নাজমা আশরাফী।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply