সংবাদ শিরোনাম
চীন সফরে ‘উইমেন ইন টেক’-এর ৩ বিজয়ী ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীসহ ১০ জনের নামে গুমের মামলা বিজয়নগরে বাবার আঘাতে ছেলে খুনের অভিযোগ।। বাবা আটক ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সাবেক দুই এমপিসহ ১১৮ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির কর্মী আতিকের গুমের মামলা না নেওয়ায় বিক্ষোভ-মানববন্ধন বন্যায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা ও পুনর্বাসন সহায়তা দিচ্ছে হুয়াওয়ে পানছড়িতে মারমা ঐক্য পরিষদের ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিজয়নগরে নিরীহ মানুষদের মিথ্যা মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে বিএনপির বিতর্কিত নেতা মহসিনের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা পলাশবাড়ীতে বাসের ধাক্কায় অটোরিকশার দুইযাত্রী নিহত
করােনায় স্প্রে হাতে পথে পথে আ.লীগ নেতা, সর্বত্রই প্রসংশা

করােনায় স্প্রে হাতে পথে পথে আ.লীগ নেতা, সর্বত্রই প্রসংশা

এম নজরুল ইসলাম//স্টাফ রিপাের্টার, সময়নিউজবিডি

করােনাভাইরাস প্রতিরােধে শুরু থেকেই জনতার পাশে রয়েছেন বগুড়া জেলা পরিষদের সদস্য ও আওয়ামীলীগ নেতা আনােয়ার হােসেন রানা এলএলবি। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত বগুড়ার নন্দীগ্রাম শহর থেকে বাজার সহ গ্রামে গিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম করছেন তিনি। করােনায় ভিড় এড়ানাের জন্য দলীয় (আওয়ামীলীগ) নেতাকর্মীদের সাথে নিচ্ছেন না। অসহায় ও দিনমজুর পরিবারকে আর্থিক সহায়তা দেয়া সহ করােনা থেকে সুরক্ষায় লিফলেট, সাবান, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ কার্যক্রম চালাচ্ছেন এলএলবি রানা। করােনায় আতঙ্ক নয়, জনসাধারণকে সচেতন করার প্রচেষ্টা চালাচ্ছেন। এরসাথে জীবাণুনাশক (হ্যান্ড স্যানিটাইজার) দিয়ে রাস্তায় চলাচলরত সিএনজি, ভ্যান-রিকশা ও চালক-পথচারিদের স্প্রে করছেন নিজেই। তবে করােনায় সাধারণ জনগণের কল্যাণে সেবামূলক কার্যক্রমে সবশ্রেণির মানুষের কাছে এলএলবি রানা প্রসংশায় সিক্ত হচ্ছেন। জনতার প্রসংশায় মানবসেবামূলক কার্যক্রমের গতিও বেড়েছে।এলএলবি রানার সঙ্গে মাঠে রয়েছেন নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তার হােসেন সহ ব্যক্তিগত কয়েকজন স্টাফ। জনসেবামুলক কার্যক্রমে দলমত নির্বিশেষে জনতার প্রসংশায় এলএলবি রানা। নিরাপদ দূরত্ব বজায় রেখে সরকারের সকল দিকনির্দেশনা মেনে চলতে নিজেই মাইকিং করছেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনােয়ার হােসেন রানা। 
শনিবার (২৮ মার্চ) উপজেলা সদরে সিএনজি ও ভ্যান-রিকশা সহ চালক-পথচারিদের জীবাণুনাশক স্প্রে দেয়ার প্রাক্কালে জনতার উদ্দেশে এলএলবি রানা বলেন, ঘরে থাকুন। সরকারের নির্দেশনা মেনে চলুন। জননেত্রী শেখ হাসিনা জনগণের খবর রাখছেন সবসময়। আপনাদের মঙ্গলের জন্যই প্রশাসন মাঠে রয়েছে, আমিও পাশে আছি। জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের পাশে থাকব, ইনশাআল্লাহ। পরিস্কার থাকুন, পরিচ্ছন্ন পরিবেশে থাকুন। করােনায় আতঙ্ক নয়, নিজে সচেতন হােন এবং প্রতিবেশীকে সচেতন করুন। সচেতনতায় ফিরবে মুক্তি।সিএনজি চালক শাহাদত, হাবিব ও ভ্যান চালক রশিদ সহ পৌর শহরে উপস্থিত অনেকেই সাংবাদিকদের বলেন, এলএলবি রানা সবসময় খেটে খাওয়া মানুষের খবর রাখেন। বিপদে পাশে থাকেন, তিনি আজীবন জনসেবায় থাকুক, এটাই আমাদের চাওয়া।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com